টেকনাফ সৈকতে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার
টেকনাফ প্রতিনিধি
টেকনাফ সৈকতে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে যাওয়ার ১৫ ঘন্টা পর মাদ্রাসা ছাত্র মো. আলীর মৃতদেহ সৈকতে ভেসে এসেছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরা তার লাশ উদ্ধার করেছেন। এদিকে গতকাল (বুধবার) সোয়া ৪টার দিকে টেকনাফ মহেষখালীয়া পাড়া বীচ পয়েন্টে ফুটবল খেলতে গিয়ে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার করতে গেলে উদ্ধার কর্মীরা অভিযান চালানোর মতো জনবল ও ইকুইপমেন্ট না থাকায় তারা ঐ কিশোর কে উদ্ধার করতে সক্ষম হননি ।ফায়ার ব্রিগেড টেকনাফ স্টেশনের ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, সাগরে উদ্ধার অভিযান চালানোর মতো টেকনাফ স্টেশনে কোনো ডুবুরী কিংবা কোন ইকুইপমেন্ট না থাকায় তারা উদ্ধার অভিযান চালাতে পারেননি। নিহত মাদ্রাসা ছাত্র টেকনাফের ডেইল পাড়া এলাকার রমিজ আহমদের ছেলে।
বুধবার বিকাল সাগরে ভেসে যাওয়ার খবর পেয়ে নিখোঁজ ছাত্রের মা-বাবাসহ স্বজনরা সাগর পাড়ে ছুটে আসেন।