টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল ‘সিলভার কাপ ফুটবল টুণামেন্টের ৫ম আসরের ফাইনাল। উক্ত ফাইনাল খেলায় রঙিখালী বনাম টেকনাফ গোদার বিল ফুটবল দলকে ট্রাইবেগারে ৫- ৪ গোলে পরাজিত করেন। রবিবার বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলার ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন-টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মুহাং আবুল মনসুর, টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, ফরহাদুজ্জামান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইন এবং সভার সভাপতিত্ব করেন টুণামেন্ট পরিচালনা কমিটি সভাপতি হারুন অর রশিদ ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন আবছার মাহমুদ।
৩২টি দলের অংশগ্রহণের মাধ্যমে শুরু হয়ে শেষ হয় টেকনাফ সিলভার কাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম আসর।