শনিবার, আগস্ট ১৬, ২০২৫

টেকনাফ মডেল থানাকে দূর্নীতি মুক্ত ঘোষনা করেছেন ওসি প্রদীপ কুমার দাশ।

আপডেট:

টেকনাফ মডেল থানাকে দূর্নীতি মুক্ত ঘোষনা করেছেন ওসি প্রদীপ কুমার দাশ

মোহাম্মদ আব্দুল্লাহ ,টেকনাফঃ

বিজ্ঞাপন

টেকনাফ মডেল থানাকে দূর্নীতি মুক্ত ঘোষনা করেছেন ওসি প্রদীপ কুমার দাশ। গত পহেলা আগষ্ট থেকে দূনীতি ও দালালমুক্ত ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার (১৫ই আগষ্ট) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বাষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ আয়োজিত সভায় টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুুুুমার দাশ এই ঘোষনা দেন।

বিজ্ঞাপন

ওসি বলেন, কতিপয় দালাল থানায় ইয়াবা কারবারি গ্রেফতার হওয়ার পর পুলিশের নাম ভাংগিয়ে ভয় ভীতির গল্প ছড়িয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে বা চেষ্টা করছে। এই ধরনের দালাল বা পুলিশ চক্র থেকে সাবধান থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ বিষয়ে কোন তথ্য পাওয়া গেলে আমাকে বা জেলা পুলিশের যেকোন উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করেছেন।

অন্যদিকে দর্শকসারীতে উপস্থিত অনেকেই বলাবলি করছেলেন-‘সীমান্ত শহর টেকনাফকে মাদক মুক্ত করতে ওসি প্রদীপের যে প্রশংসনীয় ভুমিকা তা কোনভাবেই অস্বীকার করার মতো নয়’। সাধারণ মানুষ মনে করেন-‘ইয়াবার এমন বিস্তার ঘটার আরও বহু আগেই এ ধরণের একজন সাহসী পুলিশ অফিসারকে পাঠানো উচিৎ ছিলো। স্থানীয় সচেতন মহল আশা করছেন-সকলে সহযোগিতা করলে ওসি প্রদীপই পারবেন মাদকাসক্ত টেকনাফকে একদিন মাদকমুক্ত করতে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত