মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

টেকনাফ থানায় সাংবাদকর্মী সোহেলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

আপডেট:

টেকনাফ প্রতিনিধি:
স্টাপ রিপোর্টার স্বার্থন্বেষী মহলসহ টেকনাফ থানার পুলিশ ও কিছু সংখ্যক রাজনৈতিক নেতার প্রতিহিংসার শিকার হয়েছেন সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার কক্সবাজার জেলার প্রতিনিধি মোঃ সোহেল।

কক্সবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় পাড়া-মহল্লায় গ্রাম-গঞ্জে অবাধে চলছে সন্ত্রাসীদের রাম -রাজত্ব। জেলায় বিভিন্ন জায়গায় চলছে চাঁদাবাজি হাইজাক, চিনতাই, রাজাজানিসহ নানা ধরনের অর্থনৈতিক কার্যকলাপ।

বিজ্ঞাপন

উল্লেখিত বিষয়গুলোর বিরুদ্ধে সাংবাদকর্মী সোহেল এর প্রতিবাদ করার কারণে তার বিরুদ্ধে ২২ অক্টোবর ২০১৯ মামলার সৃজন হয়। এলাকাবাসী জানিয়েছেন সোহেল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে প্রশংসিত হচ্ছিলেন। জনগণ বলেন, সোহেলের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণীত মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন হাস্যকর মামলা দিয়ে তার ভাবমুর্তি নষ্ট করায় আমরা এর তীব্র নিন্দ্রা জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত