জসিম উদ্দীন, টেকনাফ:
টেকনাফে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় ২২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা বৃদ্ধা নারীকে আটক করেছে বিজিবি।
১৩ অক্টোবর রোববার সকাল সাড়ে সাতটার দিকে টেকনাফ ২ বিজিবির আওতাধীন লেদা বিওপির একটি বিশেষ টিম জাদিমুড়া জাইল্লা ঘাটা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় তল্লাশি কালে ইয়াবাসহ উক্ত রোহিঙ্গা নারীকে আটক করা হয়।
আটককৃত রোহিঙ্গা নারী শালবাগান ২৬ নং শরণার্থী ক্যাম্পের জি-ব্লক ৫নং শেডের মৃত হোছাইনের স্ত্রী রহিমা খাতুন (৫৩)। আটক রোহিঙ্গা নারীকে উদ্ধারকৃত ইয়াবাসহ বিকেলে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সাল খাঁন জানান।