বুধবার, আগস্ট ১৩, ২০২৫

টেকনাফে র‍্যাব-এপিবিএনের পৃথক অভিযান ইয়াবা-দেশীয় অস্ত্রসহ আটক দুই!

আপডেট:

মোঃ আরাফাত সানী, টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে র‌্যাব ও এপিবিএন পুলিশের পৃথক দু’টি অভিযানে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারী) ভোর রাতে র‍্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ পৌরসভার কলেজপাড়া হাইস্কুল গেইট এর সামনে পাকা রাস্তার উপরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে ১০হাজার ২’শ ৫০পিস ইয়াবাসহ তাকে আটক করে। সেই পৌরসভা আলিয়াবাদ এলাকার নুর সালামের পুত্র মোঃ সিদ্দিক (৪০)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অধিনায়ক মোঃ বিল্লাল উদ্দিন।

বিজ্ঞাপন

অপরদিকে টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ১৬ এপিবিএন এর সদস্যরা দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকে থেকে দু’টি দেশীয় তৈরি রামদা (যার ১ টির দৈর্ঘ্য তাকে গ্রেফতার করা হয়। সেই ঐ ক্যাম্পের মৃত মোঃ হোসেনের ছেলে কামাল (২৫)।

আজ সকালে এ তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান।

বিজ্ঞাপন

আটক দু’জনকে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত