টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতা নিহত
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে হ্নীলা জাদিমুরা এলাকা থেকে নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ওমর ফারুক (৩০) নামের এক যুবককে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।
নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ
কোম্পানির ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাত ১০.৩০টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারি সন্ত্রাসী ওমর ফারুকে নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে পাহাড়ে পাশে গুলি করে হত্যা করে।
খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাত দল লাশ আনতে বাধা দেয়। অনেক প্রচেষ্টার পর লাশটি উদ্ধার করা হয়েছে। কি জন্য হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
নিহত ওমর ফারুক হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।