শনিবার, আগস্ট ১৬, ২০২৫

টেকনাফে যুবলীগ নেতা হত্যায় জড়িত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত।

আপডেট:

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফে যুবলীগ নেতা হত্যায় জড়িত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত। টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যায় জড়িত দুই রোহিঙ্গা নিহত হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে জাদিমুরা পাহাড়ে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রোহিঙ্গারা জাদিমুরা ক্যাম্পের মো: শাহ ও আবদু শুক্কুর। এই ঘটনায় পুৃরিশের তিন সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি বন্দুক ও নয় রাউন্ড গুলি।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বাড়ির সামনে থেকে ধরে নেয় ফারুককে। একপর্যায়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। নিহত ফারুক হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি।

বিজ্ঞাপন

এই দিকে বন্দুকযুদ্ধে নিহতের সত্যতা নিশ্চিত করেছন টেকনাফ থানা ওসি প্রদীপ কুমার।
ময়না তদন্তের জন্য নিহতদের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত