টেকনাফে মাদক বিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী নিহত
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে পুলিশের মাদক বিরোধী অভিযানে গোলাগুলিতে বাবুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন । নিহত ব্যক্তি হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের ছেলে। নিহত ব্যক্তি মাদক কারবারী ও মাদক মামলার আসামী বলে জানিয়েছেন পুলিশ। এসময় পুলিশের ৩জন সদস্য আহত হয়েছেন ।
ঘটনাস্থল হতে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ১৬ আগষ্ট (শুক্রবার) ভোরে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল হ্নীলা পশ্চিম সিকদার পাড়া পাহাড়ে মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ। এসময় মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশও জানমাল রক্ষায় পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের পালিয়ে যায়। কিছুক্ষণ পর ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় অস্ত্র, বুলেট ও ইয়াবাসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।