বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

টেকনাফে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত।

আপডেট:

টেকনাফে বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালিত ।

টেকনাফ প্রতিনিধি :

বিজ্ঞাপন

বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘের অঙ্গসংগঠন খাদ্য ও কৃষি সংস্থা ঘোষিত একটি আন্তর্জাতিক মাতৃদুগ্ধ দিবস ২০০১ সাল থেকে প্রতিবছর দিবসটি পালিত হয়। ডেইরি খাতের কার্যক্রম বৃদ্ধির সুযোগ সৃষ্টি করার লক্ষ্য নিয়ে দিনটি উদযাপিত হয়। সারা দেশের ন্যায় টেকনাফ উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনজিও সংস্থা এসিএফ ও শেডের সহযোগিতায় টেকনাফ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ন চাকমা, এবং এনজিও কর্মকর্তারা ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত