কক্সবাজার প্রতিনিধি:
এ উপলক্ষে শনিবার (৪ জানুয়ারি) দুপুর ৩ টায় বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় শাপলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক র্যালী শেষে
টেকনাফ বাস স্টেশন সংলগ্ন হোটেল দ্বীপ প্লাজার সামনে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সঞ্চালনায়, এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী (মুছা)।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ছাত্রলীগ এর সাবেক সাধারণ সম্পাদক এইচ এইম, ইউনুছ বাঙ্গালী,নুরুল বশর সাবেক সভাপতি টেকনাফ উপজেলা ছাত্রলীগ
নুরুল আলম চেয়ারম্যান সাবেক সভাপতি টেকনাফ উপজেলা ছাত্রলীগ,
জাবেদ ইকবাল চৌধুরী (বাবুল) সাবেক আহ্বায়ক টেকনাফ উপজেলা ছাত্রলীগ,
নুর হোসেন চেয়ারম্যান সাবেক যুগ্ম আহ্বায়ক টেকনাফ উপজেলা ছাত্রলীগ,
কায়সার উদ্দিন আহমেদ সাবেক সভাপতি টেকনাফ উপজেলা ছাত্রলীগ,
নজরুল ইসলাম খোকন সাবেক সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা ছাত্রলীগ,
তোয়াক্কল হোসেন সাবেক যুগ্ম আহ্বায়ক টেকনাফ উপজেলা ছাত্রলীগ,সেলিম সিকদার সাবেক সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা ছাত্রলীগ আবুল কালাম আবু, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাদ, পৌর ছাত্রলীগের সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক বাবলু প্রমুখ।
এছাড়াও এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন,কলেজ, মাদ্রাসা স্কুল ছাত্রলীগ এর নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন ছাত্রলীগের নীতি ও বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।