টেকনাফে প্রসাশনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
টেকনাফ প্রতিনিধিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে টেকনাফ উপজেলা প্রসাশনের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সকালে টেকনাফ উপজেলা প্রাঙ্গন থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা প্রসাশনের আয়োজনে শোক র্যালিতে উপস্থিত ছিলেন- টেকনাফ উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান,একাডেমীর সুপার ভাইজার আবছার উদ্দিন , টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মৌলানা ফেরদৌস আহমেদ জমিরি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ন চাকমা,
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর প্রমুখ। শোক র্যালিতে প্রশাসন ছাড়াও সরকারি-বেসরকারি সংগঠন সংস্থাসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।