টেকনাফে ডাক্তার সহ তিন জনের ডেঙ্গু সনাক্ত
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে এক ডাক্তার ও দুই ছাত্রের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। দুই ছাত্রের মধ্যে একজন টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মাহবুবুর রহমান (১৭)। অপরজন নতুন পল্লানপাড়া মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র মো. রাশেদ (১১)। ডেঙ্গুতে আক্রান্ত ডাক্তার হলেন টেকনাফ হাসপাতালেই কর্মরত সুলতানা রাজিয়া সুমি (২৪)। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষার পর ৩ জনের শরীরে ডেঙ্গুর অবস্থা ধরা পড়ে।
দুই ছাত্রের অভিভাবক জানান, অসুস্থতার কারণে বুধবার থেকে দুইজনই ২য় সাময়িক পরীক্ষায় অংশগ্রহন করতে পারেননি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্যাথলজি সেন্টারে পরীক্ষা করে তাদের শরীরে ডেঙ্গু ধরা পড়ে।
এদিকে সুলতানা রাজিয়া সুমি (২৪) নামে এক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি বৃহস্পতিবার ৮ আগস্ট বিকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে পরীক্ষায় ধরা পড়ে। সুলতানা রাজিয়া সুমি ইউনিসেফের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে আইএমজিআই কর্ণারে কাজ করেন এবং হাসপাতাল কোয়ার্টারে বসবাস করেন।
টেকনাফ হাসপাতাল মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র বলেন, ‘বর্তমানে সুলতানা রাজিয়া সুমি নরমাল পজিশনে রয়েছেন। সুলতানা রাজিয়া সুমি বগুড়া জেলা সদর এলাকার শাকিল আহমদের স্ত্রী’।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়–য়া সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘প্রাথমিক ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার লক্ষন পাওয়া গেছে। আরো পরিক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।