টেকনাফ প্রতিনিধি:
আজ থেকে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বিনামূল্যে দেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়েরর শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ সরবরাহ করেছে।
আজ সকালে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (এমওডিসি) জনাব ডা. প্রণয় রুদ্র টেকনাফ সদর ইউনিয়নের এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুভ উদ্বোধন করেন । এছাড়া কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের সব প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ৫-১২ বছর বয়সী শিশু এবং মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ১২-১৬ বছর বয়সী শিশুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।
তিনি বলেন যাদের পেটে কৃমি বেশি, ওষুধ খেলে তাদের বমি বমি ভাব হতে পারে। এ ছাড়া পেট ও মাথা ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এগুলো বড় ধরনের কোনো সমস্যা নয়। এসব উপসর্গ দীর্ঘ সময় থাকে না।
একই সাথে তিনি খালি পেটে কৃমিনাশক ওষুধ না খাওয়া, ওষুধ খাওয়ার পর বেশিক্ষণ রোদে না থাকা, পিটি বা প্যারেড না করার পরামর্শ দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইন্সপেক্টর (ইনচার্জ) জনাব রতন কুমার দাশ, প্রণব কুমার ধর আরো অনেকে।