টেকনাফে জমজমাট কুরবানীর পশুর হাট
টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ উপজেলার সব চেয়ে বড় গরু-মহিষের হাট টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ। এই বাজারে প্রতি গরু-মহিষের বেচা কেনা হবে রোববার ও বৃহস্পতিবার । ঐতিহ্যবাহী বাজারে অনেক বড় বড় গরু-মহিষ এসেছে। যেখানে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতা আসতে শুরু করেছে টেকনাফে। আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন এইখানকার গরু ব্যবসায়ীরা ।
মুসলিম উম্মাহের মহান আল্লাহর হুকুম পালন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনে আসছে পবিত্র ঈদুল আযহা তথা কুরবানের ঈদ।
পবিত্র কুরবানের ঈদকে সামনে রেখে শহর যানজটমুক্ত রাখতে এবং ছিনতাইসহ নানানরকম দুর্ঘটনা ও ক্রেতা-বিক্রেতা হয়রানি থেকে রক্ষায় এলাকাবাসীর পরামর্শক্রমে গ্রামে বসে অস্থায়ী গরু-মহিষ বিক্রয়ের হাট। তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবছরও টেকনাফ উপজেলার সদর ইউনিয়নে বসছে কুরবানি ঈদের অস্থায়ী গরু-মহিষের হাট বা গরু বাজার।