টেকনাফে ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজার টেকনাফে হোয়াইক্যং ষ্টেশন এলাকা থেকে ১৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক নারী পাচারকারীকে আটক করেছে র্যাব-১৫। আটককৃত ইয়াবার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন। ১০ আগস্ট (শনিবার) সকাল ১০ টার দিকে অস্থায়ী র্যাব-১৫ এর একটি চৌকস অভিযানিক দল প্রাচারকারী মেয়েটিকে আটক করে। পরে র্যাব-১৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন। প্রেস গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৫, সদস্যরা জানতে পারেন কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ কক্সবাজার-টেকনাফ সড়ক হতে সিএনজিযোগে কক্সবাজারের দিকে আসছে। পরে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সিএনজি থামানোর পর যাত্রীদের তল্লাশী করলে ইয়াবাসহ ইয়াছমিন বেগমকে আটক করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, আটককৃত এবং উদ্ধারকৃত মালামাল বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিকেলে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান।