জসিম উদ্দীন, টেকনাফ:
১৫ সদস্যরা গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। ১১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আব্দুল হকের বসত-ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. নুর আলম (৩০)।
এব্যাপারে র্যাব-১৫ সিপিসি-১ এর টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার আব্দুল হকের বসত-ঘরে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ হাজার ৭শ’ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ এক ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে ১২ অক্টোবর সকালের দিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।