আব্দুল কাইয়ুম, চট্টগ্রাম:
চট্টগ্রামে সকাল থেকে টানা কয়েক ঘন্টার বৃষ্টিপাতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে নিম্নাঞ্চলে।
নগরীর চকবাজার, পাঁচলাইশ, আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকাসহ বিভিন্নস্থানে হাঁটু পর্যন্ত পানি উঠেছে। ফলে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী মানুষসহ পথচারীদের।
দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার দরুন প্রভাব পোহাচ্ছে নগরবাসী। ফলে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে নেয়া প্রকল্পের বাস্তবায়ন যথাসময়ে না হওয়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন কেউ কেউ।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪০ মিলিমিটার। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।