এম.মোবারক হোসাইন, কক্সবাজার:
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়াতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় জয়নাল আবেদিন মেম্বার গোল্ড কাপ টুনাম্যান্ট। এর ৩য় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জনাব হাফেজ আহামদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক এম.সেলিম।
প্রধান অতিথি হাফেজ আহামদ বক্তব্যে বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মেধা বিকাশের সুযোগ দিতে হবে। সন্ত্রাস ও মাদকমুখী যুব সমাজকে মানব সম্পদে পরিণত করতে, সকলকে ক্রীড়ামুখী করার আহবান জানান।
যুবলীগ সভাপতি হাফেজ আহামদ আরো বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুব সমাজকে বিরত রাখতে ও যুব সমাজকে মেধা বিকাশের জন্য জয়নাল আবেদিন মেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানায়। এই ভাবে সমাজের সচেতন ব্যক্তিদের আহবান করবো খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকের মত মহামারী থেকে রক্ষা করার জন্য।