পটিয়া প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখা পটিয়া উপজেলা ২য় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
আজ ৩রা জুলাই শুক্রবার বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট পটিয়া উপজেলার সবুজায়ন কর্মসূচীর লক্ষ্যে কেলিশহর ইউনিয়ন এর ১.কেলিশহর যুব সংঘ ও রক্ষাকালী মন্দির, ২.কেলিশহর শান্তিনিকেতন, ৩. কেলিশহর রামঠাকুর সেবা আশ্রম, ৪. কেলিশহর নবীন সংঘ, ৫. কেলিশহর চারাবটতল দূর্গা মন্দির, ৬. কেলিশহর কালা বাবার আশ্রম এই মন্দির সমূহতে বিভিন্ন ফলজ, বনজ, ঔষধী ইত্যাদী বৃক্ষরোপণ করে । এতে উপস্থিত ছিলেন। হিন্দু ছাত্র মহাজোট পটিয়া উপজেলা শাখার সন্মানিত আহবায়ক হৃদয় চক্রবর্তী
সদস্য সচিব শুভ দেবনাথ। উপদেষ্টা তিলক চক্রবর্তী। অমি দাশ অন্যান্য নারী নেতৃবৃন্দ সহ সকল সদস্য।
তারা আরো জানান শুধু এই কেলিশহর ইউনিয়ন এ নয় পটিয়া উপজেলার সব ইউনিয়ন এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। তারা আহবান জানান স্থানীয় সনাতনী জনগোষ্ঠীদের এই কর্মসূচীতে স্বেচ্ছাশ্রম, বৃক্ষের চারা ও আর্থিকভাবে সহায়তা করতে।