শনিবার, আগস্ট ১৬, ২০২৫

জলবদ্ধতা থেকে মুক্তি পেতে কয়েক বছর লাগবে, নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান

আপডেট:

জলবদ্ধতা থেকে মুক্তি পেতে কয়েক বছর লাগবে, নবনিযুক্ত সিডিএ চেয়ারম্যান

জলবদ্ধতা নিরসন হতে আরও কয়েক বছর সময় লাগবে। তবে এ বিষয়টিতে আমার প্রধান চেষ্টা থাকবে জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ ডলফিন বলেন, চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনের জন্য প্রকল্প চলমান আছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিডিএ’র সচিব তাহেরা ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নঈম উদ্দিন, নোমান আল মাহমুদ।স্বাগত বক্তব্য দেন সিডিএ প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন সামস।

দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। চলমান প্রকল্পগুলোর কোনো অনিয়ম গ্রহণযোগ্য হবে না বলে জানান, (সিডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের নেত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন। আমরা আধুনিক চট্টগ্রাম হিসেবে গড়ে তুলব। নগর পরিকল্পনাবিদসহ সকলের সহযোগিতা নিয়ে চট্টগ্রামকে আরও এগিয়ে নিব। চট্টগ্রামের সকল এমপি ও মেয়রের সহযোগিতায় চট্টগ্রামের উন্নয়ন করব।’

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত