সোমবার, আগস্ট ১৮, ২০২৫

জন্মদিনে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোরশেদুল আলম মামুন

আপডেট:

মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রাম:
নিজের জন্মদিনে কোনো সামাজিক অনুষ্ঠান না করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উত্তর জেলা ছাত্রলীগ নেতা ও তরুণ উদ্দেক্তা মোরশেদুল আলম মামুন। আজ ৭ই জুলাই তার জন্মদিন।

জন্মদিনে ধমপুরের প্রতিটি ওয়ার্ডে মসজিদে দোয়া মাহফিল,বৃক্ষরুপণ কমসূচি, গাউসিয়া কমিটি কে করোনা দুযোগকালীন সময়ে মৃত্যু বরণকারী দের দাফন কাফনের সুব্যবস্থার জন্য সেফটি সু বিতরণ এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে অসহায় ও পথশিশুসহ দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। এবং ভিবিন্ন জায়গায় তার ছোট ভাইয়েরা দোয়া মাহফিল ও ধর্মীয় অনুযায়ী প্রার্থনা ও করেন।

বিজ্ঞাপন

এছাড়াও উত্তর জেলা ছাত্রলীগ মোরশেদুল আলম মামুনের জন্মদিনে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও তোবারক বিতরণ করে ধর্মপুর ছাত্র সমাজ ও ধর্মপুর শেখ রাসেল স্মৃতি সংসদ।

জন্মদিন উপলক্ষে কেক না কাটা ও সামাজিক অনুষ্ঠানে না করারও আহ্বান জানান ছাত্রলীগের এ নেতা।

বিজ্ঞাপন

তিনি বলেন, বর্তমানে করোনাভাইরাসের প্রভাবে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে একটি চ্যালেঞ্জিং সময় পার করছে। এই সংকট কাটিয়ে উঠতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। গরীব, অসহায়, দিন এনে দিন খাওয়া মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীসহ নানা সহযোগিতা করে আসছে। এই সংকটকালে জন্মদিনের উৎসব না করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে মানবিকতা। তাই সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো জন্য।

শুভাকাঙ্ক্ষী, বন্ধু, রাজনৈতিক সহযোদ্ধাদের উদ্দেশ্যও মোরশেদুল আলম মামুন বলেন, সবার প্রতি একটি অনুরোধ জন্মদিন উপলক্ষে কেউ কেক কাটবেন না। পারলে আপনাদের পাশের অসহায়, গরীব, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ান। করোনাভাইরাস মোকাবিলায় সরকারকে সহযোগিতা করুন। করোনা সংকট কেটে গেলে সবাইকে নিয়ে প্রতিবারের মতো আনন্দ, উৎসব করা যাবে। সামাজিক দুরত্ব মেনে চলুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে উত্তর জেলার নেতাকর্মীরা তার সুস্থ ও দীর্ঘু কামনা করে মসজিদে দোয়ার আয়োজন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত