নাজমুল হাসান, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি:
গতকাল রাত আনুমানিক ১২:৩০টার দিকে জঙ্গল ছলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে গোলাম গফুর (গফুর মেম্বার) কে গ্রেফতার করে বাংলাদেশ সেনাবাহিনী ও সীতাকুণ্ড মডেল থানার অভিযান পরিচালনাকারী একটি দল।
জানা যায় তিনি চট্টগ্রাম উত্তর জেলা মোটরচালক লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও চট্টগ্রাম মহানগর বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক এবং সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেল ইউপি সদস্য ছিলেন।
তবে তাকে কি মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি। ধারনা করা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধে শিক্ষার্থীদের উপর হামলায় সহযোগী হিসেবে গ্রেফতার করেছে।