মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

“ছায়াপ্রতীক” এর পক্ষ থেকে ৫০টি কর্মহীন মধ্যবিত্ত পরিবারের মাঝে “ত্রাণ নয় উপহার”

আপডেট:

আবদুল কাইয়ুম,
৫০টি পরিবারের মাঝে ” ছায়াপ্রতীক ” এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী উপহার পৌছানো হয়।
গত ১৭ই মে ছায়াপ্রতীক ” এর প্রতিষ্ঠাতা মো. ওয়াজেদ শরীফ এর তত্ববধায়নে এ উপহার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতাঃমো. তৌহিদুল ইসলাম, মীর মুনিম মুস্তাকীম, মো. হানিফ, মো. মাফি রহমান, গোলাম মোস্তাফা মানিক, আশির মাহতাব দীপ্ত, উম্মে কুলসুম পুষ্প। এবং কার্যকরী সদস্যঃ মো. রিদওয়ানুল ইসলাম, মো. মামুনুল ইসলাম।

বিজ্ঞাপন

“ছাযাপ্রতীক” এর প্রতিষ্ঠাতা মো. ওয়াজেদ শরীফ জানান, ” আসলে এতগুলো কাজ কখনো আমার একার পক্ষ কখনো সম্ভব না। আমাদের সংগঠনের সকল সহযোগীদের কারণে আমি এটা আলহামদুলিল্লাহ সফলভাবে শেষ করতে পারছি। বর্তমানে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের মানুষ তুলনামুলক সব থেকে বেশী কষ্টে আছে। কারণ চট্টগ্রামের অধিকাংশ মানুষ চাকরী নির্ভর। ফলাফল – সবাই কর্মহীন-গৃহবন্দী। তাই সবাইকে অনুরোধ করব নিজের বাহ্যিক চাহিদাটুকু সামান্য কমিয়ে অন্যের মৌলিক চাহিদা পূরণে এগিয়ে আসলে আমরা আসলেই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ ”

তিনি আরো বলেন, সবার অক্লান্ত পরিশ্রমের জন্য কাজটি সফলভাবে শেষ হয়ছে। এই করোনা মহামারী পরিস্থিতে এমন একটি উদ্যোগ এর জন্য “ছায়াপ্রতীক” এর সকল সদস্যদের অসংখ্য ধন্যবাদ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত