এম এ সাত্তার, কক্সবাজার;
অসহায় ও কর্মহীন ছয়শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন শাহিনা আক্তার(সাবেক মেম্বার)। ১১ মে মঙ্গলবার বিকালে কক্সবাজার সদর পিএমখালী ইউনিয়নের ছনখোলা মাঝের পাড়া (পূর্বপাড়া) হাফেজখানার মাঠ প্রাঙ্গণে মেম্বার শাহীনা আক্তারের পক্ষে এইসব ঈদ উপহারসামগ্রী বিতরণ করেন নুরুল হুদা লুলু ও আবদুর রহমান সোহেল। ঈদের আগে সেমাই, চিনি, ময়দা, দুধ, লাচ্ছি সেমাই , একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত অসহায় ও কর্মহীন মানুষ।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর দিকে মেম্বার শাহিনা তার সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে কর্মহীন শ্রমজীবী পরিবারের মধ্যে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ , চলাচল অনুপযোগী গ্রামীণ প্রত্যন্ত রাস্তা নির্মাণ, অসচ্ছল পরিবার, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ সামাজিক অনুষ্ঠানে মুক্ত হস্তে সাহায্য-সহযোগিতা অব্যাহত রেখে অনন্য নজির সৃষ্টি করেছেন। পাশাপাশি তার কার্যকলাপ আচার-আচরণ মানুষের প্রতি ভালোবাসা দয়া দাক্ষিণায় মুগ্ধ হয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন শাহিনা।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে সাবেক মেম্বার শাহিনা আক্তার বলেন, করোনাভাইরাসের কারণে এবারের ঈদটা খুব কষ্ট নিয়ে কড়া নাড়ছে। কর্মজীবী খেটে খাওয়া অধিকাংশ মানুষ বেকার। উপার্জন বন্ধ। করোনার সংক্রমণের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। কষ্টে দিন কাটাচ্ছেন অনেকেই। ঈদের দিন এসব মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা থেকেই সেমাই, চিনিসহ খাদ্যসামগ্রী তাঁদের হাতে তুলে দিয়েছেন তিনি। এমন দুর্যোগে ঈদের দিন এক বেলা ভালো খাবার তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের মুখে যদি সামান্য হাসি ফোটে, তাহলেই তাঁর চেষ্টা সার্থক হবে।
শাহিনা বলেন, ‘মানুষের ভালোবাসাতেই আমার নামের সাথে জনপ্রতিনিধির (মেম্বার) বিশেষনটি যোগ করতে পেরেছি। করোনায় সংকটের মধ্যে থাকা পরিবারের ঘরে খাবার পৌঁছে দিয়েছি। সামর্থ্য অনুযায়ী আজো ৬০০ পরিবারকে ঈদ উপহার পৌঁছে দিলাম। সবকিছুই করছি আমার প্রতি মানুষের ভালোবাসার ঋণ শোধ করতে।’
তিনি আরও বলেন, গত ইউপি নির্বাচনে সংরক্ষিত পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলাম। মানুষকে কথা দিয়েছিলাম, জয়-পরাজয় কোন বিষয় নয়, সামর্থ্য যত দিন থাকবে, তত দিন মানুষের পাশে থাকতে চাই। এ কারণে করোনা সংকটে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
মরহুম আলহাজ্ব নুর কামাল ট্রাস্টি বোর্ডের প্রধান সমন্বয়ক ও শাহিন আক্তার এর ছোট ভাই আব্দুর রহমান সোহেল বলেন, গত বছরে করোনা শুরুর পর থেকেই অসহায় কর্মহীন সুবিধাবঞ্চিত মানুষের তালিকা করে আমরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। সেই থেকে আজও নিরলসভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কখনও ত্রাণসামগ্রী, কখনও ইফতার এবং ঈদের আগে ঈদ উপহার পৌঁছে দিচ্ছি। আমাদের এই কার্যক্রম নিয়মিতভাবেই চলবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ সাত্তার, চেয়ারম্যান প্রার্থী ফেফায়েত উল্লাহ, মেম্বার প্রার্থী অহিদুল আলম প্রমূখ।