বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চুয়েটে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উপলক্ষে কাটা হয়েছে ৫০ পাউন্ড কেক

আপডেট:

মাসুদা আকতার তিশা, বিশেষ প্রতিনিধিঃ
আজ ২৬ মার্চ (শুক্রবার) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করা হয়।

স্বাধীনতার ৫০ বছর উদযাপনের এ ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এ অনুষ্ঠান পালন করেছে চুয়েট প্রশাসন।

বিজ্ঞাপন

সকালে পতাকা উত্তোলন ও পুষ্পস্তবকের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন চুয়েটের মাণণীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং সকাল ৯.৫০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ৫০ পাউন্ড কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো রেজাউল করিম, (ডীন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ও ছাত্রকল্যাণ পরিচালক), অধ্যাপক মো. মইনুল ইসলাম (ডীন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ,চুয়েট),অধ্যাপক ড.মো কামরুজ্জামান (ডীন,তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদ), অধ্যাপক ড.জামাল উদ্দিন আহম্মদ(ডীন,যন্ত্রকৌশল অনুষদ),
অধ্যাপক ড.ফারুক উজ জামান চৌধুরী (রেজিষ্ট্রার, অতিঃদায়িত্ব চুয়েট),
অধ্যাপক ড. রনজিত কুমার সুত্রধর (সভাপতি, মুজিববর্ষ বাস্তবায়ন কমিটি,চুয়েট)।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল আলম(সভাপতি জাতীয় দিবস উদযাপন কমিটি এবং ডীন পুরকৌশল অনুষদ)।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভা, ছাত্রকল্যাণ দপ্তর একাদশ বনাম স্টাফ ওয়েলফেয়ার কমিটি একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, মুক্তিযুদ্ধের শহীদদের কবর জিয়ারত ও বিশেষ দোয়া-মোনাজাত, সন্ধ্যায় জমকালো আতজবাজি উৎসব ইত্যাদি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত