মাঈন উদ্দীন,
চন্দনাইশ(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে চন্দনাইশে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গতকাল ৪ জানুয়ারি বিকালে সাতবাড়িয়া মোহাম্মদ খালী বন্দি শাহ্ সুন্নিয়া তাহ্ফিজুল কুরআন এতিমখানায় আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক যথাক্রমে আবু তালেব আনসারী, নুরুল আলম, মো. আজিমুশ্ শানুল হক দস্তগীর, মো. মাঈন উদ্দিন, জাহাঙ্গীর আলম চৌধুরী, শহিদুল ইসলাম, মো.আরফাত হোসেন, ইফতেখারুল ইসলাম তিশন, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আহমদ হোসেন, মো. সেলিম, মো. আবদুল করিম, মো. ইলিয়াস, আবদুর রহমান, হাফেজ মো. হারুন, হাফেজ মো. মামুন প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. মামুন। এ সময় উপজেলার ১০থটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ২থশতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।