মাঈন উদ্দীন, চন্দনাইশ:
বিশ্বে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের সচেতনতামূলক কর্মসূচীর অংশ হিসেবে চন্দনাইশ থানা পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা কর্মসূচী ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (২১ মার্চ) দুপুরে চন্দনাইশ মাসুমা কমিউনিটি সেন্টারে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামশুল আরেফিন।এতে উপস্থিত ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনর্চাজ নাসির উদ্দীন সরকার,ওসি তদন্ত মজনু মিয়া,চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, মো.সেলিম উদ্দীন।
কর্মসূচিতে সকলের উপস্থিতিতে তিনি বলেন, দেশে করোনা প্রাদুর্ভাব আবারো বেড়ে চলেছে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আমরা এখনই সচেতন না হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।
এজন্য পুলিশের উর্ধ্বতন মহলের নির্দেশে জনসচেতনতা কর্মসূচী হাতে নিয়েছি। আমরা একার পক্ষে মানুষকে সচেতন করা সম্ভব হবেনা। আপনারা যারা স্থানীয় সাংবাদিকরা আছেন তাদেরকেও আমাদের সাথে সহযোগিতা করতে হবে। তাহলেই মানুষ সচেতন হবে।
পরে ভিবিন্ন লোকালয় স্থানে মানুষদের সচেতন করেন ও মাস্ক বিতরন করেন।