রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চন্দনাইশে ৬ মেয়রসহ ৬৭ জনের মনোনয়নপত্র দাখিল

আপডেট:

মাঈন উদ্দীন, চন্দনাইশঃ
চন্দনাইশ পৌরসভা নিবার্চনে গতকাল ১৭ জানুয়ারী শেষদিন পর্যন্ত মেয়র পদে ৬, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জনসহ ৬৭ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা করেছেন।

গতকাল ১৭ জানুয়ারী সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আথলীগ, বিএনপি, এলডিপি, ইসলামী ফ্রন্টের একক মেয়র প্রার্থীসহ ৬৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা করেছেন। আথলীগের পক্ষ থেকে বর্তমান মেয়র মাহবুবুল আলম খোকা, বিএনপি থেকে পৌর বিএনপিথর সদস্য সচিব মাহাবুল আলম চৌধুরী, এলডিপি থেকে পৌর এলডিপিথর সভাপতি আইনুল কবির, ইসলামী ফ্রন্টের মো. ফারুক বাহাদুর তাদের নেতা-কর্মীদের নিয়ে মনোনয়ন ফরম জমা করেন। এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে কর্ণেল অলির বাড়ীর এলডিপি সমর্থিত একমাত্র মহিলা প্রাথর্ী চেমন আরা বেগম, বিএনপি সমর্থিত মো. ইখতিয়ার হোসেন মনোনয়ন ফরম জমা করেন। সংরক্ষিত ১ নং ওয়ার্ডে শিরিন আকতার, খোরশেদা বেগম, ২ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস, সুমি বড়ুয়া, কহিনুর আকতার, জান্নাতুল ফেরদৌস মিনু, ৩নং ওয়ার্ডে হাসনা আরা বেগম, তাহেরা বেগম চৌধুরী, রাজিয়া বেগমসহ ১০ জন মনোনয়ন ফরম জমা করেছেন। এদিকে সাধারণ কাউন্সিলর ১নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর অজয় দত্ত, মো. শাহেদুল ইসলাম, সুজন সরকার, সুলতান মঈনুদ্দিন মোরশেদ চৌধুরী, মো. জাহেদুল ইসলাম, মো. আবদুল করিম, ২নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. নুরুল ইসলাম, কেএম হামিদ উদ্দিন, আবদুস ছবুর, মো. মোজাম্মেল ইসলাম সোহেল, মো. ইউসুফ, কামাল হোসেন চৌধুরী, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. হেলাল উদ্দিন চৌধুরী, মো. আনোয়ার হোসেন, মো. আবুল কালাম, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো.নাছির উদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. আবদুল কাদের, মো. মাসুদুর রহমান, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহ আলম, সুভাষ কান্তি বড়–য়া, মো.নুরুল কবির, মো.সেলিম, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. শাহাদাত হোসেন, মো. ওমর ফারুক, আবদুল হক, আবু তাহের, মোরশেদুল আলম, মো. ছৈয়দ, আইয়ুব মিয়া, আবু জাফর, মাহাবুব কবির, সরোয়ার ইকবাল, ৭নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, শওকত হোসেন, মো. হেলাল উদ্দিন চৌধুরী, মো.ফরিদ আহমদ চৌধুরী, আবু ছাদেক, মো. ফারুক, ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. আবু তৈয়ব, মো. আবদুর রহিম, আবদুল জলিল, সিরাজুল ইসলাম, মো. নুরুন্নবী, কাজী মো. সেলিম, ৯নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো. খোরশেদ আলম সবুজ, মো.লোকমান হাকিম, মো. আইনুল হুদা চৌধুরী, মো.মোসলেম মিয়া, মো.সেকান্দর হোসাইন, মামুনুল ইসলাম চৌধুরীসহ ৫১ জন কাউন্সিলর মনোনয়ন ফরম জমা করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নিবার্চনী কর্মকর্তা মিনহাজুল ইসলাম। মেয়র পদে ৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২০ জন তাদের মনোনয়ন ফরম জমা করেন নাই। ফরম জমাকালে দক্ষিণ জেলা আথলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আথলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর আথলীগের আহবায়ক এম কায়সার উদ্দিন চৌধুরী, আথলীগ নেতা যথাক্রমে শেখ টিপু চৌধুরী, মোজাম্মেল হক, তৌহিদুল ইসলাম রহমানী, চেয়ারম্যান আমিন আহমদ চৌধুরী রোকন, বিএনপিথর পক্ষ থেকে উপজেলা বিএনপিথর আহবায়ক নুরুল আনোয়ার চৌধুরী, বিএনপি নেতা যথাক্রমে মাহমুদুর রহমান মাহাদু, সরোয়ার হোসেন চৌধুরী, জসিম উদ্দিন, নুরুল হুদা বাবর, এলডিপিথর পক্ষে দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, সাংগঠনিক সম্পাদক মনছুর আলম, সাবেক মেয়র মো. আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপিথর সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, ফজলুল করিম, মো. মহসিন চৌধুরী, ইসলামী ফ্রন্টের পক্ষে অধ্যক্ষ শাহ্ খলিলুর রহমান নিজামী, অধ্যক্ষ মাও. আমিনুর রহমান, মাও. সোহেল আনসারী, মাও. মাহাবুর রহমান, আলমগীরুল ইসলাম বঈদীসহ নেতৃবৃন্দ। (ছবি আছে)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত