মাঈন উদ্দীন
প্রবাসীদের অধিকার আদায়ে জনগণের কল্যাণে গঠিত প্রবাসী জনকল্যাণ পরিষদের পক্ষ থেকে চন্দনাইশ পৌরসভায় একটি অসহায় পরিবারের মাঝে ব্যাটারি চালিত রিক্সা হস্তান্তর করা হয়।
গত ২২ জানুয়ারি (শুক্রবার) বিকালে চন্দনাইশ পৌরসভা আমিনুল্লাহ শাহ্ (রা:) মাজার সংলগ্ন মাঠে সংগঠন কর্তৃক ব্যাটারি চালিত রিক্সা মরহুম মাও. আবু ইউসুফের ছেলের হাতে চাবি হস্তান্তর করা হয়।
এ উপলক্ষ্যে এক সভা ইসলামী ফ্রন্ট চন্দনাইশ শাখার সভাপতি খাজা মাও. মোবারক আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ খতেবী, সহ-সভাপতি মো.আবদুল মতিন, পৌরসভার মেয়র প্রার্থী ফারুক বাহাদুর, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আলম, চট্টগ্রাম মহানগর ইসলামী ফ্রন্ট নেতা মো. আলমগীরুল ইসলাম বঈদী, মহিলা আ’লীগ নেত্রী ও কাউন্সিলর প্রার্থী শিরিন আকতার। প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দীর ঐকান্তিক প্রচেষ্টায় ও সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় মাও. ইউসুফের ছেলে মো. রেজা খানের হাতে মোটর রিক্সার চাবি হস্তান্তর করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ছৈয়দ আবরার উল্লাহ সমরকন্দী, মো. আরফাত হোসেন, সাংবাদিক যথাক্রমে মো. সাদেক হোসেন, জনি আচার্য্য, শাহাদাত হোসেন, ফয়সাল চৌধুরী, মাঈন উদ্দীন প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাও. আবুল কাশেম আনসারী।