শাহেদ চৌধুরী, চট্টগ্রাম ট্রিবিউন
চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী ব্লাড দিতে গেলে ব্লাড ব্যাংকের কর্মীরা দুর্ব্যবহার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইকবাল।
তিনি চট্টগ্রাম ট্রিবিউনেকে জানান ১৯৯১ থেকে রক্ত দিয়ে আসছি আমি।৪০ থেকে ৫০ তম বার রক্ত দিয়েছি।এই ধারাবাহিকতায় গত ৩ জুলাই আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় বার বার ফোন আসে রক্ত দেওয়ার জন্য। শত ব্যস্ততার মধ্যেও বিকাল ৫ টার দিকে ছুটে যায় রক্তে দিতে পথের মধ্যে কল আসে তাড়াতাড়ি আসার জন্য। পরে যাওয়ার পর একজন জনপ্রতিনিধি একজন কাউন্সিলর হিসেবে যে সম্মানটুকু পাওয়া জরুরি তা দূরে থাক উল্টো দুর্ব্যবহার পেলাম। চেয়ারে বসিয়ে রক্ত দিতে হবে নাকি। আমার সাথে যদি এমন ব্যবহার হয় তাহলে সাধারণ সেচ্ছাসেবক কর্মীদের সাথে কেমন ব্যবহার হয় তাই এখন চিন্তার বিষয়। তিনি সন্ধানী ব্লাড ব্যাংকের রক্ত গ্ৰহণ প্রক্রিয়া আরো আধুনিক করার পাশাপাশি ব্লাড ব্যাংকের পরিবেশ উন্নত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।