বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চট্টগ্রাম শিবিরে ধাক্কা!

আপডেট:

তাহমিদ লিয়াম,
আসরে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই দাপটের সাথে জয় পেয়েছে মোহাম্মদ মিথুনের গাজী গ্রুপ চট্টগ্রাম।

সৌম্য-লিটন-মুস্তাফিজদের নৈপুণ্যে প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে ও পরের ম্যাচে জেমকন খুলনাকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বন্দরনগরীর ফ্র‍্যাঞ্চাইজিটি।

বিজ্ঞাপন

তবে মাঠের বাইরে এক্কেবারেই ভালো নেই চট্টগ্রাম দল। আসর শুরু হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। মমিনুল হক সুস্থ হয়ে খেলেছেন প্রথম দুই ম্যাচেও আর আজই করোনামুক্ত হওয়ার খবর পেলেন জয় তাই তার এখন দলের সাথে টিম হোটেলে উঠতে আর কোন সমস্যা রইলো না।

তবে দুশ্চিন্তা টেস্ট অধিনায়ক মমিনুল হককে নিয়ে এবার। সবশেষ ম্যাচে খুলনার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যাথা পেয়েছিলেন কক্সবাজারের এই বাহাতি ব্যাটসম্যান। এবার সেই ব্যাথাই আসর থেকে ছিটকে দিয়েছে তাকে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের হয়ে অবশিষ্ট ম্যাচগুলো আর খেলতে পারছেন না টেস্ট দলের এই ব্যাটিং স্তম্ভ।

বিজ্ঞাপন

ডান হাতের বুড়ো আঙুলে ধরা পড়েছে চিড়। এক্স-রে রিপোর্টের পর সার্জারি অথবা প্লাস্টার করার ব্যাপারে আসবে সিদ্ধান্ত।

পাশাপাশি টেস্ট অধিনায়ককে আগামী জানুয়ারীতে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে পাওয়া নিয়েও তৈরী হয়েছে সংশয়।

নিজেদের ৩য় ম্যাচে আগামীকাল ৩০ নভেম্বর ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত