আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টার (এমআইএ সেভেন্টিন ৪১০) বিধ্বস্ত হয়েছিল।
১৫ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
সোমবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বিমানবন্দরে অবতরণের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টারের চাকা বিস্ফোরিত হলে রানওয়ের অন্যান্য কার্যক্রম সাময়িক বন্ধ করে দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত ওই হেলিকপ্টার নিরাপদেই নামতে সক্ষম হয় বলে জানিয়েছেন এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই জামান।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।