রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রাম মহানগর যুবলীগ সম্মেলনে যোগ দিতে, ঢাকার পথে

আপডেট:

আব্দুল করিম চট্টগ্রামঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম সম্মেলনে যোগ দিতে ঢাকায় রওনা হয়েছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতারা।

শুক্রবার (২২ নভেম্বর) বিকালে দুই শতাধিক যুবলীগ নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাদের নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস, মহানগর যুবলীগ নেতা অ্যাডভোকেট চন্দন তালুকদার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব ও দিদারুল আলম।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস বলেন, আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মেলন হবে। চট্টগ্রাম থেকে যুবলীগের দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আমরা সোনার বাংলা ট্রেনযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত