মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

চট্টগ্রাম বায়েজিদে শিশু নিপীড়ন মামলার আসামি গ্রেপ্তার

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীতে ১১ বছরের এক শিশুকে যৌন নিপীড়ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল ভোররাত ৪টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মহিনউদ্দিন প্রকাশ আরিফ (৩৫)। সে ওই এলাকার মৃত কালাম মুন্সির ছেলে। র‌্যাব-৭’র সহকারী পরিচালক (জনসংযোগ) মাশকুর রহমান বলেন, শিশু বলাৎকার মামলার আসামি মহিনউদ্দিনকে গ্রেপ্তারের পর বায়েজিদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বায়েজিদ থানার ওসি আতাউর রহমান খন্দকার বলেন, গত ৯ মে শেরশাহ এলাকায় ১১ বছরের মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় দুইজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়। ওই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মহিনউদ্দিন।
মামলার বিবরণীতে বলা হয়, গত ২০ মার্চ আল হেরা হাফেজিয়া মাদ্রাসার আবাসিকের এক শিক্ষার্থীকে রাতে ফুসলিয়ে মাদ্রাসাটির শিক্ষক মোস্তফা কামাল তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করে ওই শিক্ষক। একইভাবে গত ৭ মে রাতে মোস্তফা কামাল ও তার বন্ধু মহিনউদ্দিন আরিফ মিলে পুনরায় ওই শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক বলাৎকার করে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অসুস্থ অনুভব করলে বিষয়টি তার পরিবারকে খুলে বলেন। ওই ঘটনায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। গত ২৪ জুলাই আদালত ওই দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত