রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রাম নগরেই হচ্ছে সহস্র গুণের কলমি শাক

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগর:
চট্টগ্রাম নগরেই হচ্ছে সহস্র ভিটামিন ‘সি’ সমৃদ্ধ কলমি শাক চোখ ভালো রাখে এবং হজমে সাহায্য করে। এটি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ করে। বসন্ত রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে এটি।

সহস্র গুণসম্পন্ন কলমি শাক স্বাদেও অনন্য। ভালো চাহিদা থাকায় গ্রামের পাশাপাশি এখন শহরেও এর চাষ হচ্ছে। ক্ষেত থেকে কলমি শাক তোলার ছবিটি নগরের খুলশি কৃষি খামার থেকে তোলা।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত