আব্দুল করিম, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মামাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২৫আগস্ট) রবিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর বন্দর থানার মাইলের মাথা এলাকার একটি ভবনে এ ঘটনা ঘটে। নিহত শিশু নিপু আক্তার (৯) একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, নিপুর বাবা দিনমজুর এবং মা সিইপিজেডের পোশাক কর্মী। তারা যে ভবনের পঞ্চমতলার বাসায় থাকেন, ওই ভবনের তৃতীয় তলায় নিপুর মায়ের এক চাচা পরিবার নিয়ে থাকেন।
গতকাল বিকেলে নিপুর মা-বাবা বাসায় ছিল না। এই সুযোগে নিপুর মায়ের চাচাতো ভাই তাদের বাসায় ঢুকে নিপুকে ধর্ষণ করে। নিপু বিষয়টি সবাইকে জানিয়ে দেবে বললে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মৃতদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।
ওসি সুকান্ত আরও বলেন, রাতে নিপুর মা-বাবা বাসায় আসার পর বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় বিভিন্নজনকে জিজ্ঞাসাবাদে নিপুর মায়ের চাচাতো ভাইকে আমাদের সন্দেহ হয়। তার বয়স আনুমানিক ১৫-১৬ বছর। তাকে আমরা আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করি। একপর্যায়ে সে ঘটনার বিস্তারিত স্বীকার করে।
এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি সুকান্ত চক্রবর্তী।