চট্টগ্রাম ট্রিবিউন ডেস্ক:
রংধনুর রঙে লিখে, নীল মেঘের খামে ভরে, দক্ষিণা বাতাস দিয়ে, এই চাঁদ আর রাতের তারা ভরা আকাশ কে সাক্ষী রেখে, আমার হৃদয় নিংরানো হৃদয়ের হৃদয় স্থল থেকে আমাদের প্রাণের প্রিয় জিপন ভাইয়ের জন্মদিনে আমরা অত্যান্ত আনন্দিত।
চট্টগ্রাম ট্রিবিউনের স্টাফ রিপোর্টার মোঃ জিপন উদ্দিনের আজ ২৫ই জুন শুভ জন্মদিন। সে আজ ২৪ পেরিয়ে ২৫শে পর্দাপন করল।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডস্থ আব্দুর রহমান টেন্ডলের বাড়ির পিতা মোহাম্মদ কাশেম মাতা মরিয়ম বেগমের পুত্র জিপন। তার ৩ভাই এ ১বোনের মধ্যে সে সবার বড় । সুনামের সাথে সাংবাদিকতায় মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে সাংবাদিক মোঃ জিপন।
তার এমন শুভক্ষণে ‘চট্টগ্রাম ট্রিবিউন রিপোর্টার্স ফোরামের’ পক্ষ থেকে রইল অনেক শুভ কামনা। শুভ জন্মদিন আপনার জীবনের সব দুঃখ-কষ্ট সরে যাক দূর অজানার দেশে, আজকের এই শুভ ক্ষণে শুধু এই কামনাই করি আমি আল্লাহর কাছে!