সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চট্টগ্রাম কোতোয়ালিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু।

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রুকন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রুকন হবিগঞ্জের বানিয়াচং এলাকার মো. শামসুল আলমের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, একটি স্কুলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রুকন।

বিজ্ঞাপন

পরে মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত