ডেক্স রিপোর্ট: চট্টগ্রাম আইন কলেজে ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ (ল্যাব)’র ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
আজ ৬ জুন ২০২১ রোজ রোববার ল’ এসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সভাপতি মো. মারুফুল হক ও সাধারণ সম্পাদক নাঈম খান দিলুর যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
১৫ সদস্য বিশিষ্ট এ একমিটিতে
সভাপতি হিসবে নির্বাচিত হয়েছেন মো. নাজিম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফিরোজ উদ্দিন রাজু। এছাড়া, সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন- এম দিদার করিম, সহ-সভাপতি হিসেবে তিনজন- মো. রিয়াজ উদ্দিন, আতিকুর রহমান ও জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাইমেনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক- ফারুক হোসাইন, সহ-সাংগঠনিক নূরুল আলম, অর্থ সম্পাদক- আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- আরিফুল কবির, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- মনোয়ারা বেগম কলি, আইন বিষয়ক সম্পাদক- হাবিব উল্লাহ, দপ্তর সম্পাদক- এস্তাফিজুর রহমান ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সাইফুর রহমান নোবেল প্রমূখ।
গঠিত এ কমিটির কাজ হচ্ছে আইনি পরামর্শসহ ন্যায় বিচার নিশ্চিত কল্পে সাধারণ শিক্ষার্থীদের সহায়তা করা এবং সমাজের অন্যায় অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষকে আইনি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ফিরোজ উদ্দিন রাজু নোয়াখালী হাতিয়া উপজেলা তমরদ্দি ইউনিয়নের স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হাই মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান। ফিরোজ উদ্দিন (রাজু) BBA, MBA, DCSA ডিগ্রি অর্জন শেষে বর্তমানে চট্টগ্রাম আইন কলেজে LLB’ তে অধ্যয়নরত আছেন।