বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চট্টগ্রামে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আটক

আপডেট:

চট্টগ্রামে মোস্তফা গ্রুপের চেয়ারম্যান আটক

ট্টগ্রাম নগরীর আগ্রাবাদে মোস্তফা গ্রুপের অফিসের সামনে থেকে শীর্ষস্থানীয় শিল্পপতি মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হেফাজতুর রহমানকে খেলাপি ঋণের মামলায় আটক করেছে পুলিশ।হেফাজতুর রহমান বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি।

বুধবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) ফারুকুল ইসলাম গনমাধ্যমকে বলেন, খেলাপি ঋণের জন্য বিভিন্ন ব্যাংকের দায়ের করা চারটি মামলায় অর্থঋণ আদালত থেকে হেফাজতুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ওই পরোয়ানামূলে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) তাকে আদালতে নেওয়া হবে।মোস্তফা গ্রুপের অংশীদার হেফাজতুর রহমানের পরিবারের আরও কয়েকজনের বিরুদ্ধেও আদালতের গ্রেফতারি পরোয়ানা আছে। তাদের বিরুদ্ধে মোট ৩৭টি পরোয়ানা আছে জানান, ফারুকুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত