রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৪২ জন

আপডেট:

চট্টগ্রামে পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৪২ জন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন চট্টগ্রামের ৪২ জন পরীক্ষার্থী। তাদের আবেদনের প্রেক্ষিতে উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করার পর শনিবার (১ জুন) এ ফলাফল ঘোষণা করা হয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

মাহবুব হাসান জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৩৫ জনে। পুনঃনিরীক্ষণের আগে জিপিএ-৫ পান ৭ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থী।

তিনি বলেন, ‘এবার এসএসসি পরীক্ষার ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী আবেদন করে। এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৪৯২ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৮০ জন। গ্রেড পরিবর্তন হয়েছে ৩৯৮ জনের। ফেল থেকে ফেল করলেও ফেলের বিষয় কমেছে ১৪ জন পরীক্ষার্থীর।’

বিজ্ঞাপন

গত বছর এসএসসি পরীক্ষায় ৫৩ হাজার ৫১০টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন ২৩ হাজার ৩৮০ জন। এর মধ্যে ফল পরিবর্তন হয়েছিল ৫২৯ জনের।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত