শনিবার, আগস্ট ১৬, ২০২৫

চট্টগ্রামে কমছে না আক্রান্তের সংখ্যা নতুন শনাক্ত ১২৫ জন, আরো দুইজনের মৃত্যু

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৬৬ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন; নতুন শনাক্তদের মধ্যে ১১৩ জন নগরের ও ১২ জন উপজেলার বাসিন্দা।

আজ রোববার (৯ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩১ হাজার ৪৬১ জনের মধ্যে ২৪ হাজার ৪৩০ জন নগরের ও ৭ হাজার ৩১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৬২ জন; এর মধ্যে ২৫৯ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৫০০ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ২৪ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

শেভরণে ১৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পাওয়া গেছে। ইমপেরিয়াল হাসপাতালে ৮ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা মিলেনি।

আরটিআরএলে ১২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত