রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে কমছে না আক্রান্তের সংখ্যা, আরও ১১৭ জনের করোনা শনাক্ত

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১১৭ জন; নতুন শনাক্তদের মধ্যে ৯২ জন নগরের ও ২৫ জন উপজেলার বাসিন্দা।

আজ শনিবার (২ জানুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৫৬১ জনের মধ্যে ২৩ হাজার ৬৪৭ জন নগরের ও ৬ হাজার ৯১৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন; এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল শুক্রবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৬৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের ও সিভাসুতে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ১১ শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে ৫০ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও শেভরণে ১০০ জনের নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত