রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে কমছেনা শনাক্তের সংখ্যা, নতুন শনাক্ত ১৫৭ জন

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৩৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৫৭ জন। নতুন শনাক্তদের মধ্যে ১৩৩ জন নগরের ও ২৪ জন উপজেলার বাসিন্দা।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান। তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ২২ হাজার ৮৮৩ জনের মধ্যে ১৭ হাজার ১২ জন নগরের ও ৫ হাজার ৮৭১ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩১১ জন; এর মধ্যে ২১৭ জন নগরের ও ৯৪ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জন ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৯৭ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪২৯ জনের নমুনা পরীক্ষা করে ৬২ জনের ও সিভাসুতে ৮৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের করোনা মিলেছে। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৬১ জনের নমুনা পরীক্ষা একজনের করোনা শনাক্ত হয়েছে।

ইমপেরিয়াল হাসপাতালে ৬৯ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের, শেভরণে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৫ জনের নমুনার মধ্যে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) একজনের নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পড়েনি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত