রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে আরও ১৩৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ জনের

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১৩৮ জন; নতুন শনাক্তদের মধ্যে ১২৯ জন নগরের ও ৯ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২৮ হাজার ৪৬৮ জনের মধ্যে ২১ হাজার ৮৩৬ জন নগরের ও ৬ হাজার ৬৩২ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরে করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৩৮ জন; এর মধ্যে ২৪২ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৯৫ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের ও সিভাসুতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ৬৯ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের, শেভরণে ৫২ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি মানায় সর্বোচ্চ জোর দিতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত