রবিবার, আগস্ট ১৭, ২০২৫

চট্টগ্রামে আরও ১২৫ জনের করোনা শনাক্ত

আপডেট:

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৩৩ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ১২৫ জন; নতুন শনাক্তদের মধ্যে ১০৮ জন নগরের ও ১৭ জন উপজেলার বাসিন্দা।

আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩০ হাজার ৩৩৯ জনের মধ্যে ২৩ হাজার ৪৬২ জন নগরের ও ৬ হাজার ৮৭৭ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন; এর মধ্যে ২৫৬ জন নগরের ও ১০৩ জন উপজেলার বাসিন্দা।

সিভিল সার্জন জানান, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৭৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের ও সিভাসুতে ১৫২ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে ১১ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা পাওয়া যায়নি।

ইমপেরিয়াল হাসপাতালে ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের ও শেভরণে ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত