মোহাম্মদ জিপন উদ্দিন, চট্টগ্রামঃ
চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২৯জন বিদেশফেরত করোনা হোম কোয়ারেন্টিনে আছেন। এর মধ্যে ২৮জনই আছেন ইতালিফেরত। বাকি একজন দুবাই থেকে আসেন। সিভিল সার্জন এ সূত্রটি নিশ্চিত করেন।
হোম কোয়ারেন্টিনে থাকা ২৯জন সবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর হয়ে চট্টগ্রামে ফিরেন। এ ছাড়া ঢাকা হয়েও অনেকে চট্টগ্রামে এসেছেন।
তঁারা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যার কারণে সিভিল সার্জন কার্যালয়ে হিসাবের সাথে উপজেলার হিসেব মিলবে না।
বর্তমানে ফটিকছড়িতে চারজন, হাটহাজারীতে চারজন, বঁাশখালীতে দু’জন, মিরসরাইয়ে পাচঁজন ও রাঙ্গুনিয়ায় তিনজন কোয়ারেন্টিনে আছেন।