সোমবার, আগস্ট ১৮, ২০২৫

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়িতে মরদেহ উদ্ধার

আপডেট:

আব্দুল করিম, চট্টগ্রাম মহানগরঃ
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকার নছুমালুম মসজিদের সামনে একটি দোকানের তৃতীয় তলায় বাবুল (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে এ লাশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। বাবুল পূর্ব মাদারবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সদরঘাট থানার এস আই রাজীব কান্তি নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করেছেন বাবুল। গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা যায়। সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ফারুকী বলেন, আজ দুপুর ২টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত