বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫

চট্টগ্রামের তিনে তিন!

আপডেট:

তাহমিদ লিয়াম,
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের জয়রথ চলছেই। নিজেদের ৩য় ম্যাচে এবার ফরচুন বরিশালকে তারা হারিয়েছে ১০ রানে।

টস হেরে এদিন আগে ব্যাট করে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে চট্টগ্রামের ইনিংস। ইনফর্ম লিটনের ব্যাট থেকে এদিন ২৫ বল খেলে আসে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান। এছাড়া মোসাদ্দেক ২৮ ও শামসুর রহমান করেন ২৬ রান। শেষের দিকে মাত্র ১১ বলে দৃষ্টিনন্দন ৩টি ছক্কার সাহায্যে ২৭ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন সৈকত আলী।

বিজ্ঞাপন

বরিশালের বোলারদের মধ্যে এদিন সবচেয়ে খরুচে ছিলেন আবু জায়েদ। ৪ ওভারে ৪২ রান দিলেও উইকেট নেন ২টি। এছাড়াও নিয়ন্ত্রিত বোলিং করে একটি করে উইকেট তুলে নেন মেহেদী মিরাজ ও কামরুল ইসলাম। একটি করে উইকেট নেন সুমন খান ও তাসকিন আহমেদও।

জবাবে মুস্তাফিজুর রহমান ও ম্যাচসেরা শরিফুল ইসলামের বোলিং তোপে পড়ে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪১ রানে থামে বরিশালের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান বরিশালের অধিনায়ক, চট্টগ্রামের সন্তান তামিম ইকবাল।

বিজ্ঞাপন

মুস্তাফিজুর ও শরিফুল প্রত্যেকেই নেন ৩টি করে উইকেট। এই জয়ে আসরে শতভাগ জয়ের রেকর্ড একমাত্র মোহাম্মদ মিথুনের দলেরই!

মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৬ঃ৩০ টায় মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বন্দরনগরীর ফ্র‍্যাঞ্চাইজিটি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত